নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ‘কাউন্টডাউন’ (ক্ষণগণনা) শুক্রবার বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কয়ারে ‘লোগো’ উন্মোচন করে দেশব্যাপী ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে ওই স্থানেই বিমান থেকে অবতরণ করেছিলেন।
২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ উদযাপন করা হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের মাধ্যমে সরকার জনগণ, বিশেষত নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে তুলে ধরার লক্ষ্য নিয়েছে।
উদ্বোধনের সাথে সাথে দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং সমস্ত জনসমাগম স্থলে একযোগে গণনা শুরু হয়েছে।
ক্ষণগণনার ঘড়ি বিভিন্ন সিটি করপোরেশন, জেলা শহর, বিভাগীয় শহর এবং উপজেলায় বসানো হয়েছে।
১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থানে এবং বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরে ৮৩টি ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব উদ্যোগে ঘড়ি স্থাপন করছে।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে (বর্তমান নাম জাতীয় প্যারেড স্কয়ার) ৪টা ৩৫ মিনিটে সি-১৩০জে প্রতীকী বিমান অবতরণ করে।
বিমান অবতরণের পর ১৯৭২ সালের এই দিনে বাজানো সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে’ বাজানো হয়।
প্রধানমন্ত্রীর সাথে জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও নাতি সজীব ওয়াজেদ জয়। ডিজিটালি বাটন চেপে দেশব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ হাসিনা।
আগামী ১৭ মার্চ ‘মুজিব বর্ষ’ উদ্বোধন করা হবে। যেখানে দেশি ও বিদেশি বরেণ্য ব্যক্তিরা অংশ নেবেন।
জন্মশতবার্ষিকী উদযাপন সফল করতে সরকার জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করেছে।
জাতীয় কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সদস্য সচিব হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
অন্যদিকে জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধান সমন্বয়ক করে জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।