নিজস্ব প্রতিবেদনঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মহিলা সহ আহত হয়েছেন ২ জন।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মোঃ আব্দুল আজিজ হাওলাদারের স্ত্রী মোসাঃ মনোয়ারা বেগম (৫০) এবং দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের আঃ জব্বার এর ছেলে মোঃ জাবির আল-মামুন (২৭)।
জানা যায় দীর্ঘ দিন যাবৎ দুই পক্ষের মাঝে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।