নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে দেশী/বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে ঝালকাঠি জেলার নলছিটি থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব -৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ২১ জানুয়ারি ২০২০ তারিখ ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ২১.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু লোক ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন দপদপিয়া সাকিনস্থ বরিশাল টু পটুয়াখালী গামী মহাসড়কের খয়রাবাদ ব্রীজের দক্ষিন পাশে মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২১ জানুয়ারি ২০২০ তারিখ আনুমানিক ২১.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২(দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ মিলন আকন(৩৫), পিতাঃ মোঃ সুলতান আকন, সাং- রুপাতলি ২৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, বিএমপি, বরিশাল, (২) মোঃ মকবুল হোসেন খান (৬০), পিতা- মৃত আফছার আলী খান, সাং- গোয়ালকাঠি, পোঃ তিমিরকাঠি, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত ১নং আসামী মোঃ মিলন আকন(৩৫) এবং ২নং আসামী মোঃ মকবুল হোসেন খান(৬০) দের নিকট থেকে ১৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব -৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
শিরোনাম :
বরিশাল র্যাব -৮ এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১০:৪১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
- ৩৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ