নিজস্ব প্রতিনিধি: সরকারি ব্রজমোহন কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র ১৬৫তম জন্মদিন উপলক্ষ্যে কলেজ প্রশাসন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে একটি মনোজ্ঞ র্যালী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ সরকারি ব্রজমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ আল আমিন সরোয়ার। মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আলী আহাম্মদ খান, আহবায়, জন্মদিন উদযাপন কমিটি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ক্ষেত্রে ও সমাজ সংস্কারক হিসেবে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উপলক্ষ্যে তাঁর নামীয় কলেজ ক্যাম্পাসে অবস্থিত অশ্বিনী কুমার শিশু নিকেতনের আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার।