নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মাঘ ১৪২৬, ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার হিন্দু ধর্মালম্বীদের শ্রী শ্রী বাণী অর্চনা। এইদিনে হিন্দু ধর্মালম্বীবৃন্দ আনন্দ ও ভক্তিভরে বিদ্যাদেবী স্বরস্বতির পাদপদ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে।
বরিশাল সরকারি বিএম কলেজেও ব্যাপক আয়োজন ও উদ্দীপণার মধ্য দিয়ে উদযাপন হলো বানী অর্চনা। এবারে কলেজের প্রায় সবগুলো বিভাগ সত্য প্রেম পবিত্রতা খঁচিত মূল ভবনের সম্মুখের মাঠে সারিবদ্ধভাবে পূজা মন্ডপ তৈরি করে একইসাথে পূজা সম্পন্ন করেছে।
এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সকলে মিলেমিশে রাতভর পূজা মন্ডপ তৈরি করেছে, সাজসজ্জা করেছে।
খুব সকাল থেকে হিন্দু শিক্ষার্থীবৃন্দ ও এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ কলেজ মাঠে আসতে থাকেন দেবীর পায় অঞ্জলি দেয়ার মনসকামনায়। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভীর বাড়তে থাকে। তাঁদের পদচারণায় কলেজ মাঠ সরগরম হয়ে ওঠে। শুধু হিন্দু শিক্ষার্থীই নয়, তাঁদের অন্যান্য ধর্মালম্বী সহপাঠীরাও এ উৎসবমুখর আয়োজন উপভোগ করতে এসেছে। তৈরি হয়েছে এক অপরূপ মিলন মেলা।
একই সাথে সকল বিভাগে বাণী অর্চনা উদযাপন বিষয়ে একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে -সকল বিভাগ একই সাথে একই জায়গায় পূজা করছে, এই ব্যাতীক্রমী আয়োজনে তাঁরা সকলেই খুব উচ্ছসিত। এরূপ আয়োজনে সার্বিক সহযোগিতা করায় কলেজ প্রশাসনকে তাঁরা আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
অর্থনীতি বিভাগের বিভাগী প্রধান জনাব মোঃ আখতারুজ্জামান খান সকাল থেকে পূজা মন্ডপগুলোতে ঘুরে ঘুরে খোঁজ খবর নেন কারও কোনো সমস্যা আছে কিনা। এর আগে তিনি অনেক রাত পর্যন্ত পূজা মন্ডপ তৈরির সময় মাঠে অবস্থান করে শিক্ষার্থীদের সঙ্গ দেন।
মোঃ আখতারুজ্জামান খান স্যারের কাছে একসাথে সকল বিভাগের পূজা উদযাপন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,”আমরা একটি অসাম্প্রদায়িক জাতি, পরস্পর সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বিশ্বাসী। এর আগে কলেজ কর্তৃক একটি, হিন্দু ছাত্রাবাসে একটি এবং বনমালী ছাত্রী নিবাসে একটি পূজা হতো। এবারে হিন্দু ছাত্রাবাস ও বনমালী ছাত্রী নিবাসে পূজা হচ্ছে সেই সাথে সকল বিভাগ একই জায়গায় ভিন্ন ভিন্ন মন্ডপ করে পূজা করছে। ব্যতীক্রমী এই আয়োজনে একদিকে যেমন একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে,তেমনি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যতা আরও সমুন্নত হবে বলে আমার বিশ্বাস” তিনি আরও বলেন, অপরাহ্নে কলেজ মাঠে সকল বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে কলেজের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন।