শাওন অরন্যঃ বাকেরগঞ্জে এসো গড়ি যুব সংগঠনের আয়োজনে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরন করা হয়েছে।
গতকাল রবিবার ০২/০২/২০২০ তারিখ বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে এসো গড়ি যুব সংগঠনের সদস্যদের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরন করা হয়। প্রায় শতাধিক মানুষের জন্য এই খাবারের আয়োজন করা হয়। কালীগঞ্জ রোডস্থ ওয়েভ ফাউন্ডেশন অফিসের পাশের মাঠে এ আয়োজন করা হয়। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন সকল কাজ করেছে স্থানীয় যুব সদস্যগন।
যুব সদস্য শাহরিয়ার রিজভী বলেন, গরীব ও দুঃস্থ মানুষদের নিয়ে এই ১ টাকার বিনিময়ে খাবার বিতরন কার্যক্রমের আয়োজন করতে পেরে তিনি অনেক খুশি। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।