নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে তারিনা বেগম (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
তার স্বামী জানান, পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার জন্য রিকশা করে কমলাপুর স্টেশনে যাচ্ছিলাম, স্টেশনের কাছাকাছি পৌঁছাতে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী রিকশা থেকে নিচে পরে যায়, এতে সে গুরুতর আহত হয় । প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যাই, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারিনা বেগম সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া। ২৬নং দক্ষিণ রাজার বাগ সবুজবাগে থাকতেন। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।