শাওন অরন্য
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
আজ ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা প্রশাসনের এক বিশেষ সভা বসে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম উজ্জল, বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডাকুয়া, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান। উপজেলা কৃষি কর্মকর্তা আবু ইবনে সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা পল্লি বিদ্যুৎ কর্মকর্তা সঞ্জয় রায়, উপজেলা বন কর্মকর্তা মামুন আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন,অমল চন্দ্র দাস (শিবু), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বমির উদ্দন সিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল হাসান (বাবু)। উপজেলা শিল্প কলা একাডেমীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, কার্য নির্বাহী সদস্য বাবু অরুন কুমার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মাহাবুবা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, উপজেলা বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সুশিল সমাজের নের্তৃবৃন্দ।
জানা যায়, কর্মসূচির মধ্যে ৭ই মার্চ সকাল ৮ টায় কুচকাওয়া ও জাতীয় পতাকা উত্তলন, আলোচনাসভা, র্যালী করা হবে।
১৭ মার্চ সকাল ৭ টা বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে তোপধ্বনি,সকাল ৮:৩০ টায় মুজিব স্মৃতিস্থম্ভে পুস্প অর্পণ এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় রেলী, সকাল ৯:৩০ টায় কেক কাটা ও আলোচনাসভা, সকাল ১০ টায় ছাত্র-ছাত্রীদের খোকা থেকে বঙ্গবন্ধু মুজিব শতবর্ষে ভাবনা উপরে চিত্র অংঙ্কন প্রতিযোগীতা, অনুষ্ঠিত হবে।
দুপুর ১:৩০ টা মসজিদ,মন্দিরসহ বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠান দোয়া-মিলাদ, বিকাল ৪ টা থেকে কেন্দ্রীয় অনুষ্ঠান প্রচার করা হবে।
২৫শে মার্চ গণহত্যা দিবসে শ্যামপুর বৌদ্ধভূমিতে পুস্প অর্পন ও মোমবাতি প্রজ্বলন করা হবে।
২৬ শে মার্চ সকাল ৬ টায় পুস্প অর্পন, সকাল ৮ টায় কুচকাওয়াচ ও রেলী, সকাল ৮:৩০ আগত মহিলাদের নিয়ে পিলো প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ, সকাল ১০ টায় ছাত্র-ছাত্রীদের চিত্রা অংঙ্কন প্রতিযোগিতা, ১০:৩০ মিনিটে আলোচনাসভা আয়োজন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি আমরা। সার্বিকভাবে এই কর্মসূচি সফল করার জন্য সব দিক থেকে প্রস্তুতি চলছে।