বিশেষ প্রতিনিধি : বরিশাল বিভাগের অন্যতম জেলা হলো ঝালকাঠি। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন ব্রিজটি ভেঙে হেলে পড়ে আছে দীর্ঘদিন যাবত, খুবই নাজুক অবস্থায় রয়েছে ব্রিজটি। প্রতিদিন শতাধিক মানুষ এই ভাঙা ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা স্বীকার হতে পারে এবং ঘটতে পারে প্রানহানী।
ব্রিজটি সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ইসমাইল তালুকদারের সাথে কথা হয়। তিনি জানান, ব্রিজটি দীর্ঘদিন যাবত ভাঙা, চলাচল অনুপযোগি হয়ে আছে। বর্তমানে এটার উপর দিয়ে যাতায়াত খুবই ঝুকিপূর্ণ ও কষ্টকর। বিশেষ করে মহিলা ও শিশুদের জন্য। দ্রুততার সহিত ব্রিজটি সংস্কার না করা হলে যেকোন সময় জনগণ দূর্ঘটনা কবলিত হবে। তিনি ব্রিজটি সংস্কারের জন্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি দেয়ার আহবান জানান।
স্থানীয় বাসিন্দা আলামিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি অকেজো ও ভাঙা অবস্থায় দীর্ঘদিন পড়ে আছে। সেদিকে কারও খেয়াল নেই। সাধারণের দুর্ভোগ কেহ দেখে না। তিনি অতিসত্বর ব্রিজের সংস্কারের দাবি জানান।