নিউজ ডেস্ক: সাংবাদিকতায় গতিশীলতা আনতে ও তথ্য সংরক্ষণের জন্য ঐতিহাসিক ৭ মার্চে নিজস্ব ওয়েবসাইট (www.jupcbd.org) ও বঙ্গবন্ধুর প্রতিকৃত উদ্বোধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম জাবি প্রেস ক্লাব কার্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। ওয়েবসাইট চালুর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।’
এ সময় উপ-উপাচার্য প্রেস ক্লাব কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করেন।
তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহায়তার পাশাপাশি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাবি প্রেস ক্লাবের সভাপতি মো. মূসা বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তা বাঙালি জাতির জন্য স্থায়ী দিক নির্দেশনা।’
তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাংবাদিকরা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় জাবি প্রেস ক্লাব।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- জাবি প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
জাবি প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১০:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- ২৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ