শাওন অরন্য।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশন এর উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলাস্থ বাকেরগঞ্জ উপজেলার ফায়ার স্টেশন এর উদ্যোগে আজ ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১০ টায় অগ্নি নির্বাপণ কৌশল নিয়ে এক মহরা অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে বাকেরগঞ্জ জে এস ইউ স্কুল মাঠে অগ্নি নির্বাপণ কৌশল মহরা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধূবী রায়, সহকারী কমিশনার (ভুমি) মোঃ তরিকুল ইসলাম, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লোকমান হোসেন সহ আরো অনেকে। এছাড়াও স্থানীয় যুব সংগঠ ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সদস্য বৃন্দরা।
মহরায় অংশগ্রহণ করে অত্র স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ।