মোঃ সাইফুল ইসলাম:: বরিশাল টাইমস নামক জনপ্রিয় অনলাইন পত্রিকার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান বৃহঃবার ১২ই মার্চ ২০২০ এ কে ইনস্টিটিউশনের তৃতীয় তলার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বরিশালের উদীয়মান সাংবাদিক থেকে শুরু করে প্রথিতযশা সাংবাদিকদের উপস্থিতিতে মুখর ছিল। উপস্থিত ছিল বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের গুনীজন ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের মাননীয় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খাঁন বিপিএম বার।
তিনি তার বক্তব্যে সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নলেজ ইজ পাওয়ার অন্যদিকে বলতে গেলে ইনফরমেশন ইজ পাওয়ার। ইনফরমেশনের গুরুত্ব অনেক বেশি। সে জন্য পড়তে হবে, জানতে হবে,সঠিক তথ্য তুলে ধরতে হবে। পুলিশ ইনফরমেশন নিয়ে কাজ করে প্রেস ও ইনফরমেশন নিয়ে কাজ করে। পুলিশ এবং প্রেস এই দুই পি সর্বদা ইনফরমেশন নিয়ে কাজ করে থাকে। সুতরাং সঠিক তথ্য দিয়ে সহায়তা করা প্রেসের কর্তব্য। পুলিশ যত বেশি তথ্যে সমৃদ্ধ হবে তত বেশি নিখুঁত কাজ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে।
তিনি অনলাইন পোর্টালগুলোকে বর্তমান সময়ের বাস্তবতা বলে মনে করেন। উদাহরন দিতে গিয়ে তিনি বলেন, একসময়ে গ্রামে-গঞ্জে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ির বিকল্প ছিল না। আর এখন তা পরিবর্তিত হয়ে নসিমন, করিমন অটোতে পরিবর্তিত হয়েছে। গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি খুঁজে পাওয়া যায় না। অনলাইন নিউজ পোর্টালগুলোও এই যুগের আবিস্কার। সমসাময়িক সময়ের সাথে তাল মিলিয়ে চলতে মেনে নিতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন পোর্টাল গুলো বেঁচে থাকবে যুগযুগ ধরে। আর না হয় হাজারো পোর্টালের ভীরে হারিয়ে যাবে, কেউ মনে রাখবে না। এক সময়ে এই পোর্টাল গুলো ও সরকারি নীতিমালার মধ্যে চলে আসবে। সেই দিন বেশি দূরে নয়।
এছড়াও বক্তব্য রাখেন,যুগান্তর বরিশাল ব্যুরো চিফ,আক্তারুজ্জামান শাহিন,একাত্তর টিভি বরিশাল ব্যুরো চিফ, বিধান সরকার,সমকাল বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জী, সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি বরিশাল প্রেস ক্লাব এস এম ইকবাল,সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ,কাজী আল মামুন, কাজী মিরাজ মাহামুদ, সংস্কৃতিজন মুকুল দাস,কবি ও সাহিত্যিক হেনরী স্বপন,সভাপতি বরিশাল সংস্কৃতিক সমন্বয় পরিষদ,কাজল ঘোষ সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বরিশাল টাইমসের জন্য শুভ কামনা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগযুগ ধরে বেঁচে থাকবে পাঠক হৃদয়ে এই অঙ্গিকার ব্যক্ত করেন।