নিজস্ব প্রতিনিধি: খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ ১৩ মার্চ শুক্রবার বেলা সাড়ে ১১টায়। অনুষ্ঠানের ১ম পর্ব নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জাতীয় ও খেলাঘরের পতাকা উত্তোলন শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
সম্মেলনে খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জুলফিকার আলী হায়দার প্রমুখ। সমাবেশে বরিশাল খেলাঘরের সকল নেতৃবৃন্দ ও শিশু সদস্যরা উপস্থিত ছিলেন।
২য় পর্ব সন্ধ্যা ৭টায় অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে। প্রধান অতিথি ছিলেন মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জনাব এস. এম. অজিয়র রহমান, জেলা প্রশাসক, বরিশাল, প্রফেসর মোঃ ইউনুস, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, জনাব কাজল ঘোষ, সভাপতি, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব পঙ্কজ রায় চৌধুরী, লেখক ও কবি জনাব নজমুল হোসেন আকাশ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শাখা খেলাঘর আসরের প্রতিনিধিবৃন্দ, শিশু, অভিভাবক এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ শিশু মনন বিকাশে ও চরিত্র গঠনে খেলাঘরের ভূমিকা তুলে ধরে সকলকে খেলাঘর আন্দোলনকে সক্রিয় রাখতে আহবান জানান।
পরে মনোরমা বসু (মাসীমা) সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।