নিউজ ডেস্ক::ইতালি ও জার্মানি থেকে আসা ঢাকায় নতুন করে আরো দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শনিবার রাতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে, গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। ঐ তিনজন সুস্থ হয়ে উঠেছেন।
একই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। যুক্তরাজ্য ছাড়া করোনায় আক্রান্ত ইউরোপের দেশগুলো থেকে ফ্লাইট আসাও বন্ধের ঘোষণা দেন তিনি। জানান, এ সময়ে দেশের সব স্থলবন্দরও বন্ধ থাকবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা উপদ্রুত দেশগুলো থেকে যারাই আসবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।