নিউজ ডেস্ক:: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আবারো জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সময় মতো ব্যবস্থা নেয়া হবে। দলীয় সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে সারাদেশে উদ্বেগ-উৎকণ্ঠা ও দুশ্চিন্তা আছে। জনবহুল দেশ তাই এই ভাইরাস ছড়িয়ে পড়লে পরিস্থিতি আশঙ্কাজনক হতে পারে। তবে করোনা মোকাবেলায় সরকার পুরোপুরি প্রস্তুত।
পাশাপাশি তৈরি আছে দলও। আশ্বস্ত করেন নতুন করে সংক্রমতি হওয়ার আর কোন ঘটনা নেই। জানান, করোনা মোকাবেলায় সহযোগিতার কথা জানিয়ে চিঠি দিয়েছে চীন। করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিমানযোগে ঢাকায় যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগের কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামী দুই মাস এই পরিস্থিতি চললে পদ্মা সেতুর কাজ প্রলম্বিত হওয়ার আশঙ্কা তার। শনিবার দলীয় সভাপতির কার্যালয়ে একজন যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে তার বাক বিতণ্ডার খবর ভুল বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- করোনা মোকাবেলায় সহযোগিতা দেবে চীন: কাদের
করোনা মোকাবেলায় সহযোগিতা দেবে চীন: কাদের
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- ২৯২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ