নিউজ ডেস্ক:: শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সোমবার বিকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে (শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের) নির্দেশ দেয়া হবে।
এদিকে, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করা হয়েছে। আর এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।