নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কলেজের নির্মাণাধীন প্রধান ফটকের ছাউনি ধসে স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- উপজেলার গাবগাড়ি গ্রামের জাহের উল্লার ছেলে তোজাম আলী (৬২), বস্তুল গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাশেদুল ইসমলাম (২৫), নাটোরের সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসের ছেলে ও স্থানীয় হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আসিফ (১৪) এবং অজ্ঞাত এক গরু ব্যবসায়ী (৪৫)।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, আজ গুল্টা বাজারে হাটের দিন ছিল। বিকালে বাজারের পাশে কলেজের প্রধান ফটকের পাশে কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় ছাউনিটি ধসে পড়লে চারজন ঘটনাস্থলেই নিহত হন।
আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া ও নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে যে ফটক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- তাড়াশে কলেজের নির্মাণাধীন ফটকের ছাউনি ধসে ছাত্রসহ নিহত ৪
তাড়াশে কলেজের নির্মাণাধীন ফটকের ছাউনি ধসে ছাত্রসহ নিহত ৪
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১২:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- ২৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ