নিউজ ডেস্ক::দৌলতদিয়ার যৌনপল্লী ২০দিনের জন্য লকডাউন
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার যৌনপল্লী (শুক্রবার) থেকে ২০দিনের জন্য লকডাউন করা হয়েছে।
রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, দৌলতদিয়ায় যৌনপল্লীকে ঘিরে পাঁচটি গেট বন্ধ করে দেয়া হয়েছে। শুধু প্রধান গেট খোলা রেখে সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে।
তবে, যৌনপল্লীর বাসিন্দারা জরুরি প্রয়োজনে প্রধান গেট দিয়ে পুলিশের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন মিটিয়ে তাকে ফিরতে হবে।
করোনাভাইরাসের সংক্রমনের সঙ্কায় ২০ দিনের জন্য বন্ধ হয়ে যাওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের খাদ্য নিরাপত্তার জন্য ৫৪ মেট্রিকটন চাউল এবং ৩৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় দৌলতদিয়া পতিতাপল্লীর বাসিন্দাদের জন্য ৫৪ মেট্রিকটন জিআর চাউল ও নগদ ৩৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।
আগামী সোমবার থেকে যৌনকর্মীদের কাছে চাউল ও নগদ টাকা বিতরণ শুরু হবে।
সেই সাথে পল্লীতে বসবাসকারীদের জন্য ২০ দিনের ঘরভাড়া না নেওয়ার জন্য ঘর মালিকদের অনুরোধ করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।