নিজস্ব প্রতিবেদন::বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক পানি স্প্রে।
আজ ২৬ মার্চ বৃহস্পতিবার দিনভর জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট সংলগ্ন স্থানে করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে।
গতকাল বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এ কাজের শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বরিশাল সিটি কর্পোরেশন হয়ে সদর রোড হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক জীবানুনাশক পানি স্প্রে করা হয়। আজ থেকে পর্যায় ক্রমে বরিশাল নগরীরসহ সকল উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হবে।