শাওন অরন্য:: স্বাধীনতা দিবসের অঙ্গীকার করোনা ভাইরাসে সচেতনতা হোক সবার। এই শ্লোগান নিয়ে বরিশালে স্বাধীনতা দিবসে রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) বরিশাল নগরীর খালেদাবাদ কলোনি, কালুশাহ সড়ক, কাজীপাড়া, বাংলাবাজার, নুরিয়া স্কুল এলাকায় রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর সদস্যদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌসিফ ইসলাম শাওন, সহ সদস্য আকাশ, তৈমুর এবং লোপা।
কাজীপাড়া এলাকার মুদি মনোহারি ব্যবসায়ী সুমন কাজী বলেন, রং পেন্সিল ইয়ুথ এ্যাসোসিয়েশন এর সদস্যরা সচেতনতামূলক লিফলেট বিতরণ এর একটি ভাল উদ্যোগ নিয়েছে, এর ফলে মানুষ অনেক সচেতন হবে করোনা ভাইরাস প্রতিরোধে।
তৌসিফ ইসলাম শাওন বলেন, করোনা ভাইরাস বিশ্বে অনেক ভয়াবহ রুপ নিচ্ছে। তার প্রকপ বাংলাদেশেও পড়েছে। তাই বাংলাদেশের মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার জন্য এই উদ্যোগ নিয়েছি।
আজ সচেতনতামূলক ১০০০ লিফলেট বিতরণ করা হয় এই সচেতনতামূলক লিফলেট বিতরণের ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী ২৭ এবং ২৮ তারিখ বরিশালের অন্য এলাকাতেও এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।