শাওন অরন্য:: করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর সকল বাজার ও গুরুত্বপূর্ণ জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাজার করা থেকে শুরু করে অন্যান্য অতি প্রয়োজনীয় কাজে যারা বাসা থেকে বের হবেন তারা অবশ্যই এখানে হাত ধুয়ে নিজেকে জীবাণু মুক্ত রাখবেন।
নগরীর পোর্ট রোড বাজার, সিটি মার্কেট কাঁচা বাজার, বাংলাবাজার, সাগরদী বাজার, চৌমাথা বাজার, নথুল্লাবাদ বাজার, বটতলা বাজার, নতুন বাজার, বাজার রোড বড় বাজারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও সদর রোড সোহেল চত্বর, জেলখানার মোড়, নগর ভবনের সম্মুখে ও এনেক্স ভবনের সম্মুখে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে, যথাসম্ভব বাসায় অবস্থান করুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।
নিজে সুস্থ থাকুন, পরিবার ও অন্যদের সুস্থ রাখুন।