নিজস্ব প্রতিবেদন:: প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণী বিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের প্রশাসন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এরই মধ্যে নানা কর্মসূচি গ্রহন করেছে।
এরই ধারাবাহিকতায় মানুষ যখন কর্মহীন গৃহবন্দী ঠিক তখনই ত্রাতার ভূমিকায় সরকার তথা প্রশাসন।
মেহেন্দিগঞ্জ ইউএনও পিজুষ চন্দ্র দে ও মেহেন্দিগঞ্জ বাসীর জন্য খাদ্য সামগ্রী বিতরন করে ফেসবুকে পোষ্ট করেন। তা হুবুহু তুলে ধরা হল।
দুই ভাগা ধনেপাতা নিয়ে গ্রামের বিকেলের হাটে বসে আছেন এক বয়স্ক দোকানি৷ আরও দুই/তিন ভাগ ইতোমধ্যেই বিক্রি করেছেন৷ নিয়মিত সাপ্তাহিক হাটের হাটের দিন৷ কিন্তু করোনার কারণে বাজারে লোক সমাগম নেই বললেই চলে৷ যারা ছিলেন, তারাও অনেকে গাড়ি দেখে পালিয়েছেন৷
গাড়ি থেকে নেমে সামনে যেতেই দোকানি চাচা কিংকর্তব্যবিমুঢ়৷ কি করবেন বুঝে উঠতে পারছেন না৷ আরও কাছে গিয়ে একটা গিফট প্যাক ধরিয়ে দিয়ে বললাম, চাচা, এবার বাড়ি যান৷ আজ আর বিক্রি করতে হবে না৷ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য কিছু খাবার পাঠিয়েছেন৷
এরপর উপস্থিত লোকজনকে করোনা নিয়ে সচেতনতামূলক কিছু কথা বলে, হোম কোয়ারেন্টাইন কি, কেন সরকারি নির্দেশনা মানতে হবে, কেন বারবার হাত ধুতে হবে, করোনার ভয়াবহতা ইত্যাদি বিষয়ে কিছু কথা বলে বিদায় নিলাম৷ সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব Akm Mahfujul Alam Liton ও স্থানীয় পরিষদ সদস্য৷