বরিশালে দায়িত্বরত পুলিশ বাহিনীকে হ্যান্ড সেনিটাইজার ও গ্লাভস বিতরণ করলেন সহকারী অধ্যাপক সুদীপ কুমার নাথ।
শাওন অরন্য:: করোনা ভাইরাসে যেন সাধারন মানুষ আক্রান্ত না হয় তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। কিন্তু তাদেরও যে আক্রান্ত হওয়ার ভয় আছে সেটা কি ভেবে দেখেছে কেউ ?
হ্যাঁ, মানবতার আরো একটি উদাহরণ দেখা গেল আজ বরিশালে।
আজ ০২ এপ্রিল বরিশাল নগরীতে ৫০ জন দায়িত্বরত পুলিশ কে হ্যান্ড সেনিটাইজার, গ্লাভস,খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করলেন সহকারী অধ্যাপক সুদীপ কুমার নাথ।
তিনি বলেন, আসলে আমরা সবাই কোভিড-১৯ প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশ বাহিনী ও কাজ করে যাচ্ছে। আমি দেখলাম তাদের হাতে গ্লাভস নেই। সাধারণ অনেক মানুষ সরকারি নির্দেশ না মেনে ঘর থেকে বের হচ্ছে। আর তার ফলে করোনা ভাইরাস ছড়ানোর সুযোগ বাড়ছে অনেক বেশি। তাইতো আমাদের পুলিশ বাহিনী এই ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি এই কাজ করতে গিয়ে তারাই নিজেরা না আক্রান্ত হয়ে পড়ে। আর আজ প্রচুর পরিমান গরম পড়ছে যার কারনে তারা প্রচুর ঘামাচ্ছে। তাই আমি তাদের হাত পরিস্কার করার জন্য হ্যান্ড সেনিটাইজার, নিরাপদ থাকার জন্য গ্লাভস দিয়েছি।
প্রচুর গরমে যেন ডিহাইড্রেশন না হয় তার জন্য খাবার পানি ও ওরস্যালাইন দিয়েছি। ধানসিঁড়ি নিউজের মাধ্যমে আমি দেশ বাসীকে জানাতে চাই আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।
উল্লেখ্য সুদীপ কুমার নাথ ডিডাব্লিউএফ নার্সিং কলেজ বরিশাল এর সহকারি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান (মাইক্রোবায়োলজি)