সাইফুল ইসলাম :: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব এবং আসন্ন রমজান কে সামনে রেখে জেলা প্রশাসন বরিশাল বিভিন্নমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন।
এর মধ্যে রয়েছে টিসিবির মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়,খাদ্য মন্ত্রনালয়ের অধীনে ওপেন মার্কেট সেল ( ওএমএস) এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় কার্যক্রম ইত্যাদি।
এছাড়াও অব্যাহত রয়েছে ত্রান ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম।
টিসিবির মাধ্যমে পন্য বিক্রয় চলবে শুক্রবার ব্যতিত সপ্তাহের অন্য দিনগুলোতে। সিটিকর্পোরেশন এলাকায় থাকবে ১০ টি,জেলা পর্যায়ে ৪টি উপজেলা পর্যায়ে ১টি করে ট্রাকের মাধ্যমে টিসিবির পন্য বিতরন চলবে। প্রতি ট্রাকে প্রতিদিন থাকবে ১২০০কেজি চিনি, ৩০০কেজি ডাল ও ১৫০০কেজি তেল বরাদ্ধ রয়েছে।
এছাড়াও আসন্ন রমজান মাসে থাকবে ছোলা বুট ও খেজুর।
খোলাবাজারে পন্য বিক্রয় কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।
বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া জনসাধরনের জীবনধারনের সুবিধার্ধে মহানগরীর বিভিন্ন পয়েন্টে ৭ টি ডিলারের মাধ্যমে ১৮ টাকা কেজি আটা ও ৩০ টাকা কেজি ধরে চাল বিক্রি অব্যাহত থাকবে।
আগামি রবিবার থেকে জেলাপ্রশাসনের মনিটরিং এ খাদ্যমন্ত্রনালয়ের ওএমএস কর্মসূচীর মাধ্যমে ১০টাকা কেজি ধরে চাল বিক্রি শুরু হবে।
এছাড়া ও নিম্নআয়ের মানুষ,রিক্সা-ভ্যান চালক,ভিক্ষুক, শ্রমিক হিজড়াদের জন্য তালিকা প্রস্তুত করে ১০ টাকা করে সপ্তাহে রবি,মঙ্গল,বৃহঃবার ৩ দিন চাল বিক্রির প্রক্রিয়া চালু করা হবে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক এস,এম, অজিয়র রহমান বলেন,করোনা ভাইরাসের প্রভাবে যেসব মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের জীবন ধারনের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয়ের সুবিধার জন্যই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।