সাইফুল ইসলাম:: বিশ্বব্যাপী করোনার প্রভাবে বিশ্ব সভ্যতা যখন বিপর্যয়ের মুখে বাংলাদেশী পুলিশ তখন মানবতার পথে মানবিক পুলিশ। করোনা ভাইরাসের প্রভাবে মানুষ যখন প্রায় লকডাউন হয়ে নিজ নিজ গৃহে বন্দী। অসহায় নিম্ন আয়ের মানুষগুলো যখন উপার্জনহীন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতে এগিয়ে এসেছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। সাথে সাথে বরিশালের পুলিশ প্রশাসনও এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায়।
মানুষের এই দুঃসময়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। তিনি বিএমপির চার থানার অফিসার ইনচার্জগণের মাধ্যমে খাদ্য সামগ্রী সংশ্লিষ্ট থানাধীন সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করেন।
এসময় তিনি সমাজের সামর্থ্যবানদের কে প্রকৃত সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।