ধানসিঁড়ি নিউজ:: বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিএমপি কতৃক সকল প্রকার সচেতনতা মূলক প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধসহ সরকারি সকল নির্দেশনা প্রদান করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকানসমূহ খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ঔষধ তথা মেডিকেল সার্ভিসসমূহ ব্যতিত সকল দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে । পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো’র মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। অপ্রয়োজনে কারোর ঘরের বাহির হওয়া যাবে না।
এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব শাহাবুদ্দিন খান বিপিএম বার বলেন, এ নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।