নিউজ ডেস্ক::ফেনীর আলোচিত নুসরাত হত্যার একবছর আজ।
গত বছরের ৬ই এপ্রিল নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ই এপ্রিল তার মৃত্যু হয়।
ঘটনার পর নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন ।
৬১ কার্যদিবসে ৮৭ সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে ২৪শে অক্টোবর হত্যায় জড়িত প্রমাণিত হওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামিকে মৃত্যুদন্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
উচ্চ আদালতেও যেন মৃত্যুদণ্ডের রায় বহাল থাকে সেজন্য আদালতের কাছে আবেদন করেন নুসরাতের পরিবার।