শাওন অরন্য:: ২০টি দুঃস্থ অসহায় ও গরীব পরিবারকে ৭দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করে বরিশাল মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
বরিশাল জেলাস্থ বাকেরগঞ্জ উপজেলায় ১১ এপ্রিল ২০টি দুঃস্থ অসহায় ও গরীব পরিবারকে ৭দিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভিতর ছিলো ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার তেল, ১কেজি লবন ও ১টি সাবান।
বরিশাল মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে মোঃ শাহারিয়ার সাহিদ এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন করেন । তিনি এর আগে ব্যাক্তিগত উদ্যোগে মাস্ক ও হ্যান্ডওয়াস বিতরন করেন সাভার ও বরিশালে।
মোঃ শাহারিয়ার সাহিদ বলেন, শুধু গরীবদের না মধ্যবিত্তদেরও মধ্যে অনেকে এখন সমস্যায় আছে। তাই তাদের কথা চিন্তা করে ভিন্ন আঙ্গিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদের বাসার দরজায় সামনে রেখেছি।