ধানসিঁড়ি নিউজ:: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে বৃহত্তর বরিশাল বিভাগে। বরগুনা, পটুয়াখালি, ঝালকাঠিসহ খোদ বরিশালে দু’জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বরিশালকে লকডাউন করা হয়। আর লকডাউনকে কার্যকর করতে শূন্য সহিষ্ণুতা নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
লকডাউন কার্যকর করতে বিএমপি নিয়েছে নানামুখী কর্মতৎপরতা। মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের অফিসারবৃন্দের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে নগরীর প্রবেশ দ্বার সহ পাড়া, মহল্লার শেষ পর্যন্ত চলছে টহল কার্যক্রম ও বিশেষ মহড়া।
এপ্রসঙ্গে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ গৃহে অবস্থান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন। পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তা দায়িত্বশীল হয়ে গোপনে বা প্রকাশ্যে বিএমপিকে জানানোর জন্য তিনি বিশেষ অনুরোধ করেছেন।