নিউজ ডেস্ক//প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী অবহেলিত শিশুদের হাতে তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের প্রাক-প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ অবহেলিত শিশু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পেয়েছে। মঙ্গলবার (১৪ই এপ্রিল) দুপুরে উপজেলার সোনারামপুরে অবস্থিত ওই কেন্দ্রে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার অবহেলিত চাতাল শিশুদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এই শিশুখাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ। চাতাল শিশুদের জন্য প্রাক-প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ জন শিশুকে গুড়া দুধ, চিনি, সুজি, বিস্কুট, মসুরি ডাল প্রদান করা হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজিমুল হায়দার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিশুখাদ্য উপহার আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য প্রাক-প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের বিতরণ করা হয়েছে।
সূত্রঃ ডিবিসি নিউজ