ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভাতিজার অস্ত্রের আঘাতে চাচা খুন

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পশ্চিম শোলনা গ্রামের আবুল হাসানাত তৈমুর (৪২) কে ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে প্রকাশ: আবুল হাসানাত তৈমুর বাড়ির সম্মুখের এজমালী পুকুরে মাছ ধরে। এ খবর কে বা কার মাধ্যমে জানতে পেরে তার ভাতিজা সহ আরও তিন জন সন্ত্রাসী বরিশাল থেকে দুটি মটর সাইকেল যোগে রাম দা ও চাপাতি সহকারে বাড়িতে (উক্ত ঠিকানায়) গিয়া পৌঁছায় বিকেল ৫টার দিকে। সেখানে পৌঁছে ভাতিজা চাচাকে ডাক দিয়ে বাইরে আসতে বললে নিহতের বোন তাকে বাইরে যেতে নিষেধ করে। কিন্তু আবুল হাসনাত তার উত্তরে “ও আমার ভাতিজা, কি করবে” বলে দরজা খোলার সাথে সাথে ভাতিজা ও সঙ্গীয় সন্ত্রাসীরা সঙ্গে থাকা রাম দা ও চাপাতি দিয়া এলোপাতারি কোপানো শুরু করে। উপুর্যুপুরি আঘাতে আবুল হাসানাত লুটিয়ে পড়লে এবং তাদের ডাক চিৎকারে লোকজন আসতে শুরু করলে সন্ত্রাসীরা মটর সাইকেল যোগে ঘটনা স্থান ত্যাগ করে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়।

আরও জানা গেছে, নিহত আবুল হাসানাতের ভাতিজার নাম রোমান, পিতার নাম আহসান হাবিব। তিনি বরিশাল বারের এ্যাডভোকেট। বরিশালে বাসা বগুড়া রোডস্থ বাংলাদেশ ব্যাংকের আশপাশে।

এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ-বিন-আলম সূত্রে জানা গেছে, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ত ঝরিয়ে পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই: হাসনাত

ভাতিজার অস্ত্রের আঘাতে চাচা খুন

আপডেট সময় : ১১:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

বিশেষ প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পশ্চিম শোলনা গ্রামের আবুল হাসানাত তৈমুর (৪২) কে ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে প্রকাশ: আবুল হাসানাত তৈমুর বাড়ির সম্মুখের এজমালী পুকুরে মাছ ধরে। এ খবর কে বা কার মাধ্যমে জানতে পেরে তার ভাতিজা সহ আরও তিন জন সন্ত্রাসী বরিশাল থেকে দুটি মটর সাইকেল যোগে রাম দা ও চাপাতি সহকারে বাড়িতে (উক্ত ঠিকানায়) গিয়া পৌঁছায় বিকেল ৫টার দিকে। সেখানে পৌঁছে ভাতিজা চাচাকে ডাক দিয়ে বাইরে আসতে বললে নিহতের বোন তাকে বাইরে যেতে নিষেধ করে। কিন্তু আবুল হাসনাত তার উত্তরে “ও আমার ভাতিজা, কি করবে” বলে দরজা খোলার সাথে সাথে ভাতিজা ও সঙ্গীয় সন্ত্রাসীরা সঙ্গে থাকা রাম দা ও চাপাতি দিয়া এলোপাতারি কোপানো শুরু করে। উপুর্যুপুরি আঘাতে আবুল হাসানাত লুটিয়ে পড়লে এবং তাদের ডাক চিৎকারে লোকজন আসতে শুরু করলে সন্ত্রাসীরা মটর সাইকেল যোগে ঘটনা স্থান ত্যাগ করে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়।

আরও জানা গেছে, নিহত আবুল হাসানাতের ভাতিজার নাম রোমান, পিতার নাম আহসান হাবিব। তিনি বরিশাল বারের এ্যাডভোকেট। বরিশালে বাসা বগুড়া রোডস্থ বাংলাদেশ ব্যাংকের আশপাশে।

এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ-বিন-আলম সূত্রে জানা গেছে, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।