প্রিন্স তালুকদার: করোনাভাইরাসের কারণে অসহায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ।
শনিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডগুলোর অসহায় পরিবারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজের তত্ত্বাবধানে এসব ত্রান বিতরণ পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডের শ্রমজীবী ও খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরন অব্যাহত থাকবে। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, ইউপি সদস্য মিজানুর রহমান, তাওহিদুল ইসলাম, জাকির হোসেন, মিলন হোসেন, মাসুম চৌধুরী, আবুল বাসার খোকন আকন, মামুন মোল্লা, শাহজাহান সিকদার, জুয়েল আহম্মেদ মোল্লা, বিলকিস বেগম, মমতাজ বেগম, হালিমা বেগম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সহকারী উপ পরিদর্শক কামাল হোসেন, ট্যাগ কর্মকর্তা রিয়াজুল ইসলাম ওমরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।