বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধ ভাবে মজুত করার দায়ে ডিলারসহ দুই জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরের দিকে শুক্তাগড় ইউনিয়নের কেওতা-ঘিগড়া গ্রামের মো. হাচেন হাওলাদার এর বাড়ি থেকে ৬ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় তার বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের ৭টি কার্ডও উদ্ধার করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, কেওতা-ঘিগড়া গ্রামের মৃত তাছেন হাওলাদারের পুত্র ও শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতির মো. হাচেন হাওলাদার (৭০) এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বামনকাঠি গ্রামের মাহাদী হাসান (২৫)। ডিলার মাহাদী হাসান ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শুক্তাগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাজাহান খানের পুত্র। অন্যদিকে হাচেন হাওলাদার সংরক্ষিত মহিলা আসনের সদস্য সোনিয়া বেগমের শ্বশুর।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হওলাদার সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতির বাড়ি থেকে ৬ বস্তা চাল জব্দ করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে জড়িত থাকায় ডিলার মাহাদীকেও আটক করা হয়। ভ্রাম্যামাণ আদালতে তাদের দুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হওলাদার জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করার দায়ে ডিলারসহ দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হবে। ফলে দুদক এ কাজে জড়িতদের সহজে খুঁজে বের করতে পারবে।