সাইফুল ইসলাম// মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই পুলিশ হবে মানবিক পুলিশ। মানবিক হওয়ার জন্য যত গুণাবলী থাকা দরকার তার সবগুলো বিরাজমান এই পুলিশ বাহিনীতে। শতভাগ সফল বর্তমানের এ পুলিশ বাহিনী । কি নেই এই মানবিক বাহিনীতে? হয়তো বা কিছু ব্যতিক্রম থাকবেই, তা নেই কোথায়?
দেশের বর্তমান এই পরিস্থিতি না হলে হয়ত অজানাই থেকে যেত পুলিশের এই মানবিক দিকগুলো। সমাজের প্রতিটি স্তরে তাঁদের সফল বিচরণ।
দেশের করোনা পরিস্থিতে যেখানে সমাজে ঘটে চলেছে নানাবিক মানবিক বিপর্যয়। ভাই ভাইকে, ছেলে-মেয়ে বাবা-মাকে, আত্মীয় আত্মীয়দেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে যায়। সেই সংকটকালীন সময়েও একমাত্র ভরসা সেই পুলিশ।
যেখানে করোনা সংক্রমন সন্দেহে মৃত্যুবরণ করা লাশটি শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ফেলে পালিয়ে গেল আপন আত্মীয় স্বজন। সেখানে সেই লাশের জানাজা ও দাফন সম্পন্ন করলো পুলিশ।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লালকুঞ্জ, পশ্চিম সুলতানীর মোঃ আব্দুল সর্দারের ছেলে নিজাম(৩২) যদিও চিকিৎসাধীন ছিলেন ছদ্মনাম লিটন(২৫) নামে।
ভাগ্যের নির্মম পরিহাস শেষ রক্ষা হলনা। ২০/০৪/২০২০ খ্রিঃ তারিখে তাকে মেনে নিতে হল মৃত্যুর স্বাদ। শেবাচিম এ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে তার স্বজনেরা তার লাশ ফেলে পালিয়ে যায়।
এমতাবস্থায় বিএমপি কমিশনারের নির্দেশনায় কোতয়ালী মডেল থানা বিএমপি কর্তৃক আঞ্জুমান-ই-হেমায়েত ইসলাম গোরস্থান রুপাতলীতে উক্ত লাশের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সাথে সাথে রচিত হয় মানবিক পুলিশের আরো একটি উপাখ্যান।