মনিরুল ইসলাম// বরিশালে পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান।
চলমান টিসিবি পন্য বিক্রয়ের ধারাবাহিকতায় আজ পন্য বিতরন কার্যক্রম চলছে নগরীর ০১,০৩,০৪,১২,২০,২১,২৪,২৭,২৮নং ওয়ার্ডে জনাব এস এম অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রয় করা হয়। এতে সহযোগীতা করেন, কাউনিয়া থানা পুলিশের একটি টিম।
বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে জনসাধারনকে মুক্ত রাখতে বরিশাল জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ নানামুখী কর্মকান্ড করে যাচ্ছে যা আপামর জনসাধারনের চোখে পড়ার মত।
বর্তমান সময়ে প্রতিটি জায়গাতেই পুলিশ তাদের পদচিহ্ন রেখে চলেছে নিরবে নিভৃতিতে।
সামাজিক দুরুত্ব নিশ্চিত করা,রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা,অসহায় দরিদ্রদের ত্রান সামগ্রী বিতরণ,মধ্যবিত্তদের গোপনে দান করা অর্থ্যাৎ ৩৩৩ নম্বরের ফোন কলকে যথাযথ ভাবে মূল্যায়ন করা। করোনা আক্রান্ত মৃত্য লাশের সৎকার করা সহ সার্বিক দ্বায়িত্ব পালনে সদা তৎপর বিএমপি পুলিশ।