করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ওই দু’জন পুলিশ সদস্য হলেন পিওএম এর সদস্য এএসআই আবদুল খালেক ও ট্রাফিকের কনস্টেবল আশেক মাহমুদ।
করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা। দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগ।
এর আগে, মঙ্গলবার রাতে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদস্য কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়। তিনি ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।