নিউজ ডেস্ক: বরিশালের শের-ই- বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভুষন দাস এর স্ত্রী (৪২) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার কারণে অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টিনে চলে গেছেন।
তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম সরোয়ার।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের প্রধান সহকারী দীপক চন্দ্র। তিনি জানান, গত শনিবার থেকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে গেছেন কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস। সেদিন থেকেই ডা. এসএম সরোয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাসের স্ত্রীর নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসায় অধ্যক্ষ নিয়মানুযায়ী হোম কোয়ারেন্টিনে চলে যান।
শিরোনাম :
শেবাচিমের অধ্যক্ষ ডা.অসিত ভুষন কোয়ারেন্টাইনে, তার স্ত্রীর করোনা পজিটিভ
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৯:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- ৮৮৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ