ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস সংক্রমনে পুলিশের আরেক সদস্যের মৃত্যু

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
  • ২৩২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণে রাজধানীর রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে বাংলাদেশ পুলিশের আরেক সদস্য মারা গেছেন।

মৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় (৪৮) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।

এএসআই রঘুনাথের মারা যাওয়ার মধ্যে দিয়ে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে কোভিড-১৯ সংক্রমণের কারণে পুলিশ সদস্য মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা।

করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে শ্রী রঘুনাথ রায়ের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তার সহকর্মীর ত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত বলেও মন্তব্য করেন এআইজি সোহেল রানা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এএসআই রঘুনাথ রায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি মারা যান।

লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এএসআই রঘুনাথ রায় তার স্ত্রী, একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রেখে গেছেন। পুলিশের তত্ত্বাবধানে শ্রী রঘুনাথ রায়ের মরদেহ সেখানের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
সূত্র: ইউএনবি

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপর মহলে বড় ধরনের রদবদল

করোনাভাইরাস সংক্রমনে পুলিশের আরেক সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০

করোনাভাইরাস সংক্রমণে রাজধানীর রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে বাংলাদেশ পুলিশের আরেক সদস্য মারা গেছেন।

মৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় (৪৮) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।

এএসআই রঘুনাথের মারা যাওয়ার মধ্যে দিয়ে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে কোভিড-১৯ সংক্রমণের কারণে পুলিশ সদস্য মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা।

করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে শ্রী রঘুনাথ রায়ের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তার সহকর্মীর ত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত বলেও মন্তব্য করেন এআইজি সোহেল রানা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এএসআই রঘুনাথ রায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি মারা যান।

লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এএসআই রঘুনাথ রায় তার স্ত্রী, একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রেখে গেছেন। পুলিশের তত্ত্বাবধানে শ্রী রঘুনাথ রায়ের মরদেহ সেখানের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
সূত্র: ইউএনবি