ধানসিঁড়ি নিউজ।। টাঙ্গাইল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের নির্দেশনায় এবং ইউএনও কালিহাতি এর তত্ত্বাবধানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ ৩১মে বেলা১টার সময় কালিহাতির বিনোদলহুরিয়া, জোকারচর ও দিয়ারামরুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে নয়টা বাংলা ড্রেজার ও আট হাজার মিটার অধিক পাইপ ধ্বংস করা হয়। জনস্বার্থে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা।
এ প্রসঙ্গে ইউএনও কালিহাতি বলেন,কালিহাতিবাসীকেই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতর হবে।
তিনি আরো বলেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় কালিহাতি থানা পুলিশ সহায়তা করেন।