ধানসিঁড়ি নিউজ।।জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর সন্তান, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসিম অদ্য ১৩ জুন সকাল ১১:০০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জেলা প্রশাসন বরিশাল গভীরভাবে শোকাহত।
এক শোক বার্তায় জেলা প্রশাসন বরিশাল,পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তাঁর জন্য জান্নাত কামনা করেন।