ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসককে পিটিয়ে হত্যা : খুলনায় চিকিৎসা বন্ধের ঘোষণা

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১২:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • ৩৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক।। খুলনায় সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তবে কোভিড-১৯ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৭ জুন) বিকেলে জরুরি এক সভায় সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। খুলনা বিএমএর কার্যকরী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খুলনা মহানগরীর সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বিএমএ খুলনার নেতাকর্মীরা।
রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের হামলায় চিকিৎসক আব্দুর রকিব খানের (৫৯) মৃত্যুতে জড়িতদের গ্রেফতার, শাস্তি ও খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারির দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা একজন চিকিৎসকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। এ ঘটনায় মামলা গ্রহণে অনীহা প্রকাশ করায় খুলনা সদর থানার ওসির প্রত্যাহার চাই।
এর আগে সভায় সিদ্ধান্ত নেয়া হয় হামলায় জড়িতদের গ্রেফতার ও খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত খুলনার সব চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে শুধুমাত্র কোভিড-১৯ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজের জরুরি সেবা চালু থাকবে।
সভায় খুলনা বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনুর রশিদকে আহ্বায়ক, ডা. সওকাত আলী লস্করকে যুগ্ম আহ্বায়ক, ডা. সুমন রায়কে সদস্য সচিব এবং ডা. ইউনুস উজ্জামান খাঁন তারিম, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. এসএম তুষার আলমকে সদস্য করে আন্দোলন মনিটরিং কমিটি গঠন করা হয়।
খুলনা বিএমএর সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা বিএমএর প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. সুমন রায়।
এতে বক্তব্য রাখেন- খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনুর রশিদ, কার্যকরী পরিষদের সদস্য ডা. ইউনুস উজ্জামান খাঁন তারিম, ডা. দেবনাথ তালুকদার রনি, খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার ও খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে বাস অটো মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে খোঁজ খবর নেন জামাতে ইসলামির নেতৃবৃন্দ।

চিকিৎসককে পিটিয়ে হত্যা : খুলনায় চিকিৎসা বন্ধের ঘোষণা

আপডেট সময় : ১২:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

নিউজ ডেস্ক।। খুলনায় সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তবে কোভিড-১৯ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৭ জুন) বিকেলে জরুরি এক সভায় সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। খুলনা বিএমএর কার্যকরী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খুলনা মহানগরীর সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বিএমএ খুলনার নেতাকর্মীরা।
রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের হামলায় চিকিৎসক আব্দুর রকিব খানের (৫৯) মৃত্যুতে জড়িতদের গ্রেফতার, শাস্তি ও খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারির দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা একজন চিকিৎসকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। এ ঘটনায় মামলা গ্রহণে অনীহা প্রকাশ করায় খুলনা সদর থানার ওসির প্রত্যাহার চাই।
এর আগে সভায় সিদ্ধান্ত নেয়া হয় হামলায় জড়িতদের গ্রেফতার ও খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত খুলনার সব চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে শুধুমাত্র কোভিড-১৯ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজের জরুরি সেবা চালু থাকবে।
সভায় খুলনা বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনুর রশিদকে আহ্বায়ক, ডা. সওকাত আলী লস্করকে যুগ্ম আহ্বায়ক, ডা. সুমন রায়কে সদস্য সচিব এবং ডা. ইউনুস উজ্জামান খাঁন তারিম, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. এসএম তুষার আলমকে সদস্য করে আন্দোলন মনিটরিং কমিটি গঠন করা হয়।
খুলনা বিএমএর সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা বিএমএর প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. সুমন রায়।
এতে বক্তব্য রাখেন- খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মো. মামুনুর রশিদ, কার্যকরী পরিষদের সদস্য ডা. ইউনুস উজ্জামান খাঁন তারিম, ডা. দেবনাথ তালুকদার রনি, খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আহাদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার ও খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।