ধানসিঁড়ি নিউজ ডেস্ক// গাইবান্ধার সাঘাটায় একটি খালের কচুরিপানার নিচ থেকে ভেসে ওঠা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বোনারপাড়ার ভুতমারা বাজার সংলগ্ন যোগীপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বোনারপাড়া কলেজ মোড় থেকে ভুতমারা বাজারে যাওয়ার রাস্তার পাশে খালটি অবস্থিত। ওই খালে কচুরিপানার নিচে এক ব্যক্তির দেহের একাংশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) রজব আলী জাগো নিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বার্তা কক্ষ 







