সোহেল আহমেদঃ পুলিশের কোলে কান্না বিজরিত শিশুটির নাম জনি। বাবা- মায়ের সাথে বৈশাখের মেলায় ঘুড়তে এসে পহেলা বৈশাখে হারিয়ে যায় জনি।
সড়কে এদিক সেদিকে ঘুরছিল আর কান্না করছিল। শিশুটির কান্না দেখে দায়িত্বরত পুলিশের সদস্যরা জনিকে তাদের সিআরবি কন্ট্রোল রুমে নিয়ে আসে। এরপর ফেসবুক পোস্ট ও মাইকে হারিয়ে যাওয়া শিশুটির বাবা- মা এর সন্ধান চেয়ে প্রচার চালাতে থাকে।
মাইকে পুলিশের ঘোষনা আর ফেসবুকে পোস্ট দেখে ছুটে আসে তার মা। জনিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম (বিপিএম)। পুলিশের এসব ভালো কাজগুলো সাধারন নাগরিকদের আনন্দ দেয়। অনুপ্রেরনা দেয় আরো ভালো কিছু করার।
ধন্যবাদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ।