নিজস্ব প্রতিবেদকঃ
প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও বিডি ক্লিন বরিশালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এ সপ্তাহে ইভেন্ট পরিচালিত হবে শের-ই বাংলা মেডিকেল কলেজ সংলগ্ন জরুরী বিভাগের সামনে। বিডিক্লিনের ইভেন্ট সম্পৃক্ত বিষয়ে আজ ৬-০৭-২০১৯ ইং বিডি ক্লিন বরিশালের একটি প্রতিনিধি টিম শুভেচ্ছা সাক্ষাৎ করে পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন ও উপাধ্যাক্ষ ডাঃ মোঃ মাকসুমুল হক এর সাথে। পরিচ্ছন্নতার যুদ্ধে তারুন্যের অংশগ্রহনকে স্বাগত জানিয়ে তারা দুজনেই বিডিক্লিনের সাপ্তাহিক কার্যক্রমের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ও সেই সাথে বিডি ক্লিন বরিশালের সকল কার্যক্রমের সাথে একাত্মত্বা প্রকাশ করেছেন।
পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন বিডি ক্লিনের কার্যক্রম সম্পর্কে আমি অবগত ছিলাম এবং বিডি ক্লিন যে উদ্যোগ নিয়েছে তা নিতান্তই প্রশংসনীয়। এই কার্যক্রমের সাথে সকল জনসাধারনকে একাত্ব হওয়ার উদ্বাত্ত আহবান জানান তিনি। বিডিক্লিনের কার্যক্রমের রিপোর্টিং টাইমঃ বিকেল ৪.০০ থেকে ৪.১৫ মিনিট রিপোটিং প্লেসঃ শের-ই বাংলা মেডিকেল কলেজ সংলগ্ন জরুরী বিভাগের সামনে । উক্ত সময়ের মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত হতে আহবান করেন বরিশালের বিভাগীয় সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান।
শিরোনাম :
পরিচ্ছন্ন হোক শের -ই বাংলা মেডিকেল কলেজ ইমারজেন্সী গেট ও তার চারিপাশ।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ১১:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
- ৪১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ