স্টাফ রিপোর্টার: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বরিশাল শাখার যুব ফোরাম গঠিত হয়েছে গতকাল ১লা আগষ্ট বৃহঃস্পতিবার। ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান এবং সম্পাদক হয়েছেন সাঈদুর রহমান।
আজ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বরিশাল শাখার যুব ফোরাম গঠিত হয়, গতকাল সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপি-র বাপ্টিষ্ট মিশন সাব সেন্টারে।
কার্য এলাকা ১,২,৫,৬,১০,১১,২২,২৩ নং ওয়ার্ডের যুব প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় মোঃ আবু সুফিয়ান শেখ, সহ-সভাপতি মুক্তা হালদার, সাধারণ সম্পাদক খান সাইদুর রহমান ও কোষাদক্ষ রবিউল মোল্লা। এছাড়া ৯জন কার্যনির্বাহি সদস্য নির্বাচিত হয়, তারা হলেন রুমি আক্তার, ইসমাইল হোসেন, রবার্ট সজল মজুমদার, ইসরাত জাহান, মিজানুর খান, মোঃ ইব্রাহীম, আলিম মিরা, সোনিয়া আক্তার হেপি ও সুমি আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির ম্যানেজার স্বপন মন্ডল। সম্পূর্ন অনুষ্ঠান ও নির্বাচন দক্ষতার সাথে পরিচালনা করেন এপিসি স্পন্সরশীপ এ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার চার্চিল দাস।