নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ সেপ্টেম্বর বিকেলে ৩ টার দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল মহানগরীর নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাহমুদা কুলসুম মনি এবং ফারজানা আক্তার। মোবাইল কোর্ট পরিচালনার সময় দোকানে ট্রেড লাইসেন্স না থাকা, বিপদজনক ভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ইত্যাদি অভিযোগে মেসার্স বরকত জেনারেল স্টোর কে ২০ হাজার টাকা এবং এ এস এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা। মোট ২৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা মোতাবেক জরিমানা আদায় করা হয়।
এসময় সাথে ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশ বাহিনীর সদস্যরা। ম্যাজিস্ট্রেটদয় বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম :
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
- ৪৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ