নিজস্ব প্রতিবেদন:
গতকাল ৬ নভেম্বর বুধবার রাত ৭ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে, রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে। রিপোর্টার্স ইউনিটির সদস্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দদের সাথে জেলা প্রশাসক বরিশালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিটি মিথুন সাহা, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি আলী খান জসিমসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বর্তমান সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সাংবাদিকতার মহান পেশাকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায়।
শিরোনাম :
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাথে জেলা প্রশাসক বরিশালের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
- ২৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ