ধানসিঁড়ি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন কে ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, সন্ধ্যার পরে তাঁর দৈনিক মতবাদ পত্রিকা অফিসে বসে ফুলেল শুভেচ্ছা জানানে হয়।
এ সময় ধানসিঁড়ি অনলাইন নিউজ পোর্টালের পরিচালক মন্ডলী নওরোজ কবির, সাইফুল ইসলাম, জিহাদ রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এম জাকির হোসেন এসময় সাংবাদিকদের সাথে বর্তমান পরিস্থিতি ও সাংবাদিকতা সমস্যা উত্তরন বিষয়ে তার নতুন কমিটির কাজ করে যাবে সে আশ্বাস দেন। তিনি সাংবাদিকবৃন্দকে সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
প্রসংগত, গত ২৪ ডিসেম্বর, ২০১৯ ঐতিহ্যবাহি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন অনিষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ পূর্ণপ্যানেল জয় লাভ করে।