ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচে তিন মুশফিকের ঝুলিতে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সবশেষ ছয় টেস্টের মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হার। এই ছয় টেস্টে দেশের কোনো ব্যাটসম্যানের ছিল না কোনো সেঞ্চুরি। দেশের টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স ছিল নিম্নমুখি। যে কারণে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে আন্তর্বর্তীকালীন অধিনায়ক মুমিনুল হক সৌরভকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরপুরে এক প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল বলেছিলেন, সত্যি বললে, দলে কোনো সেঞ্চুরি না থাকলে একটু নিচের দিকেই থাকবে যে কোনো দল। আমার কাছে মনে হয় আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ, আমরা এটা কাটিয়ে উঠতে কাজ করছি। কথা দিলাম, খুব শিগগিরই বড় ইনিংস দেখতে পাবেন।
সংবাদ সম্মেলনে অধিনায়ক যে কথা দিয়েছিলেন মাঠে তা রাখতে পেরেছেন। ব্যক্তিগতভাবে মুমিনুল করেছেন সেঞ্চুরি (১৩২), সতীর্থ মুশফিকুর রহিম তো চলে গেলেন অনন্য উচ্চতায়। দেশের ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৩ সালের মার্চে শ্রীলংকার গল ইন্টারন্যাশলান স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার দেখাদেখি ডাবল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সেই ২০১৩ থেকে এ পর্যন্ত ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান টেস্টে ৫টি ডাবল সেঞ্চুরি করেছেন, তার মধ্যে একাই ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।
শ্রীলংকার বিপক্ষে ২০০, জিম্বাবুয়ের বিপক্ষে দুই বছর আগে এই মিরপুরেই ২১৯ রানের ইনিংস খেলেছেন মুশফিক। দুই বছরের ব্যবধানে সেই জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।

পাঁচে তিন মুশফিকের ঝুলিতে

আপডেট সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০

নিউজ ডেস্ক: সবশেষ ছয় টেস্টের মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হার। এই ছয় টেস্টে দেশের কোনো ব্যাটসম্যানের ছিল না কোনো সেঞ্চুরি। দেশের টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স ছিল নিম্নমুখি। যে কারণে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে আন্তর্বর্তীকালীন অধিনায়ক মুমিনুল হক সৌরভকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরপুরে এক প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল বলেছিলেন, সত্যি বললে, দলে কোনো সেঞ্চুরি না থাকলে একটু নিচের দিকেই থাকবে যে কোনো দল। আমার কাছে মনে হয় আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ, আমরা এটা কাটিয়ে উঠতে কাজ করছি। কথা দিলাম, খুব শিগগিরই বড় ইনিংস দেখতে পাবেন।
সংবাদ সম্মেলনে অধিনায়ক যে কথা দিয়েছিলেন মাঠে তা রাখতে পেরেছেন। ব্যক্তিগতভাবে মুমিনুল করেছেন সেঞ্চুরি (১৩২), সতীর্থ মুশফিকুর রহিম তো চলে গেলেন অনন্য উচ্চতায়। দেশের ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৩ সালের মার্চে শ্রীলংকার গল ইন্টারন্যাশলান স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার দেখাদেখি ডাবল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সেই ২০১৩ থেকে এ পর্যন্ত ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান টেস্টে ৫টি ডাবল সেঞ্চুরি করেছেন, তার মধ্যে একাই ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।
শ্রীলংকার বিপক্ষে ২০০, জিম্বাবুয়ের বিপক্ষে দুই বছর আগে এই মিরপুরেই ২১৯ রানের ইনিংস খেলেছেন মুশফিক। দুই বছরের ব্যবধানে সেই জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান