নিউজ ডেস্ক: সবশেষ ছয় টেস্টের মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হার। এই ছয় টেস্টে দেশের কোনো ব্যাটসম্যানের ছিল না কোনো সেঞ্চুরি। দেশের টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স ছিল নিম্নমুখি। যে কারণে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে আন্তর্বর্তীকালীন অধিনায়ক মুমিনুল হক সৌরভকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরপুরে এক প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল বলেছিলেন, সত্যি বললে, দলে কোনো সেঞ্চুরি না থাকলে একটু নিচের দিকেই থাকবে যে কোনো দল। আমার কাছে মনে হয় আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ, আমরা এটা কাটিয়ে উঠতে কাজ করছি। কথা দিলাম, খুব শিগগিরই বড় ইনিংস দেখতে পাবেন।
সংবাদ সম্মেলনে অধিনায়ক যে কথা দিয়েছিলেন মাঠে তা রাখতে পেরেছেন। ব্যক্তিগতভাবে মুমিনুল করেছেন সেঞ্চুরি (১৩২), সতীর্থ মুশফিকুর রহিম তো চলে গেলেন অনন্য উচ্চতায়। দেশের ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৩ সালের মার্চে শ্রীলংকার গল ইন্টারন্যাশলান স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার দেখাদেখি ডাবল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সেই ২০১৩ থেকে এ পর্যন্ত ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান টেস্টে ৫টি ডাবল সেঞ্চুরি করেছেন, তার মধ্যে একাই ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।
শ্রীলংকার বিপক্ষে ২০০, জিম্বাবুয়ের বিপক্ষে দুই বছর আগে এই মিরপুরেই ২১৯ রানের ইনিংস খেলেছেন মুশফিক। দুই বছরের ব্যবধানে সেই জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান
শিরোনাম :
- হোম
- Uncategorized
- পাঁচে তিন মুশফিকের ঝুলিতে
পাঁচে তিন মুশফিকের ঝুলিতে
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- ৪০৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ