নিজস্ব প্রতিনিধি: বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ২য় বর্ষপূর্তী পালিত হয়েছে।
বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আনন্দঘনমূহুর্তে কেক কেটে ৩য় বর্ষের শুভ সূচনা করা হয়।
আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিনের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মজিবর রহমান নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, টেলিভিশন মিডিয়া এসোশিয়েশনের সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি এমআর প্রিন্স, দৈনিক জনকন্ঠের ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, বাংলাদেশ হোটেল রেস্তরা মালিক সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিসু, যমুনা টিভির ব্যুরো প্রধান কাওছার হোসেন, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, দি বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান জিহাদ রানা, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সহ-সভাপতি হুমায়ন কবির রোকন, সাধারন সম্পাদক রিপন হাওলাদার, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, এমআর মন্টু সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে